অনূর্ধ্ব-১৭ সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশ

খেলাধুলা

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বালকদের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সাফ। আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বসবে দক্ষিণ এশিয়ার বালকদের এই আসর।

শনিবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের সঙ্গে বাফুফে ভবনে বালকদের এ টুর্নামেন্টের ড্রও অনুষ্ঠিত হয়।

ড্রতে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপের অপর দল মালদ্বীপ। ‘বি’ গ্রুপে আছে ভারত, নেপাল ও ভুটান। স্বাগতিক শ্রীলঙ্কা ও ফিফা র‌্যাঙ্কিংয়ে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শীর্ষে থাকা ভারতকে এক নম্বর পটে রেখে লটারির মাধ্যমে দুই গ্রুপে ফেলা হয়।

এই টুর্নামেন্টে খেলছে না পাকিস্তান। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *