খুব ভালো মনের পাত্রী পেলে বিয়ে করতে পারেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক

বুদ্ধিমতী, মানবিক ও খুব ভালো মনের পাত্রী পেলে বিয়ে করতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রার এক ফাঁকে রাজস্থানের দৌসা জেলায় ‘কার্লি টেলস’-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এ ছাড়া প্রধানমন্ত্রী হলে প্রধান তিনটি কী কাজ করবেন, তা-ও জানিয়েছেন কংগ্রেস নেতা। খবর এনডিটিভির।

উত্তর ভারতের অধিকাংশ নেতার মতো রাহুল নিরামিষাশী নন। একা বেড়াতে পছন্দ করেন। সাইকেলে চেপে ঘুরে বেরিয়েছেন স্পেন। স্কুবা ডাইভিং করেন। শরীরচর্চা করেন নিত্য। মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট পেয়েছেন। অজানা-অচেনা এই রাহুলকে প্রকাশ্যে এনেছে খাদ্য, ভ্রমণ, অভিজ্ঞতা ও লাইফস্টাইল কনটেন্ট প্ল্যাটফর্ম ‘কার্লি টেলস’।

কেমন পাত্রী পছন্দ- এমন প্রশ্নের জবাবে বিন্দুমাত্র লজ্জিত না হয়ে রাহুল বলেছেন, বুদ্ধিমতী, মানবিক কেউ একজন; যিনি খুব ভালো মনের মানুষ হবেন। রাহুল বলেন, মা-বাবার ভালোবাসা তিনি দেখেছেন। সুতরাং, ভালোবাসা নিয়ে তাঁর ধারণা খুব উঁচু তারে বাঁধা। বিয়ের বিরুদ্ধে নন তিনি। প্রশ্নকর্তা হাসতে হাসতে বলেন, নারীদের কাছে এই বার্তা কিন্তু চলে গেল। শুনে রাহুলের সহাস্য মন্তব্য, আপনি আমাকে বিপদে ফেললেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *