গবেষণায় জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন

জাতীয় জীবনযাপন

পিএইচডি গবেষণা নকল করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ফোরাম সিন্ডিকেট। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবিরের পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের (থিসিস) বিষয়ে আনীত প্লেজারিজমের (Plagiarism) অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবপ্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের গঠণতন্ত্র অনুমোদন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। অন্যদিকে, সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ জন গবেষককে পিএইচডি এবং ১৭ জন গবেষককে এমফিল ডিগ্রি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *