জিম্মি ‘এমভি আবদুল্লাহ’র মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা

জাতীয় জীবনযাপন ডিজিটাল বাংলাদেশ

ভারত মহাসাগর থেকে ২৩ জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করা সোমালিয়া জলদস্যুরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।  গত জিম্মি ঘটনার ৯ দিনের মাথায় বুধবার মালিকপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করে।
বুধবার বিষয়টি নিশ্চিত করে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম  বলেন, ‘জলদস্যুরা যোগাযোগ (ফোন) শুরু করেছে। এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে।
তিনি বলেন, ‘বুধবার সোমালিয়ার দস্যুদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগ হয়েছে। আশা করছি উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা হবে। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই আলোচনা না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’ ‘জাহাজের জিম্মি নাবিকরা সুস্থভাবে ফিরে আসবেন বলেও আশ্ াপ্রকাশ করেন  তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *