ডিআরইউ’র সভাপতি মিঠু,সম্পাদক হাসিব

জীবনযাপন ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তির সংবাদ প্রবাস রাজনীতি সর্বশেষ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জার্মান বার্তা সংস্থার বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পোস্টের নুরুল ইসলাম হাসিব নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে মিঠু পেয়েছেন ৪৪৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী নুরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমকালের মসিউর রহমান খান পেয়েছেন ৩৩৬ ভোট।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে পেশাদার সাংবাদিকরা ভোট প্রদান করেন।

মোট এক হাজার ৭২২ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদের মধ্যে ১৯টি পদে ৪১ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করেন। দুটি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দ্য ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।

এ সময় নির্বাচন কমিশনার বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পদে ওসমান গণি বাবুল, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক পদে তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন এবং কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন- হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলায়মান সালমান, সুশান্ত কুমার সাহা, মো. আল আমিন, এসকে রেজা পারভেজ, তানভীর আহমেদ ও মোহাম্মদ ছলিমউল্লাহ মেজবাহ।

এছাড়া তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মাদ আখতারুজ্জামান বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *