তথ্য-প্রযুক্তি নির্ভর জাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে : স্পিকার

ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তির সংবাদ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, তথ্য-প্রযুক্তি নির্ভর জাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে  প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের চিন্তাপ্রসূত ও দিক-নির্দেশনায় আজ তথ্য-প্রযুক্তির সুফল জাতি ভোগ করছে। তথ্য-প্রযুক্তির এই সুবিধা কাজে লাগাতে পারলে স্বনির্ভর জাতি হিসেবে  প্রতিষ্ঠিত হতে পারবে। এক্ষেত্রে হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আজ রংপুর সদর উপজেলাধীন খলিশাকুড়িতে ‘ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক, রংপুর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
স্পিকার বলেন, ‘ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক’ স্থাপন হলে এই এলাকার ছেলেমেয়েরা অনলাইনে কাজ করে দেশের আর্থ-সামাজিক পরিবেশের ব্যাপক পরিবর্তন আনতে পারবে। হাইটেক পার্ক বাস্তবায়নের মধ্য দিয়ে রংপুরে প্রায় ৫ হাজার তরুণ-তরুণীর  কর্মসংস্থান হবে । হাইটেক পার্ক প্রযুক্তিভিত্তিক শিল্পায়ন, তরুণদের কর্মসংস্থান এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার শিল্পের উত্তরণ ও বিকাশে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
ড. শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার নিরলসভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইসিটি সেক্টরের উন্নয়নে নিবেদিতভাবে কাজ করছে। ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে প্রযুক্তি বিভেদমুক্ত দেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে জাতি এগিয়ে চলেছে। ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রেখে ২০৪১ সালে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পিকার বলেন, মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শতভাগ এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। দেশে আইসিটি খাতে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির অধিক এবং সাড়ে ৬ লক্ষ ফ্রিল্যান্সার প্রতি বছর ৫শ’ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছে । ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে । মাত্র ১৩ বছরে প্রযুক্তি শিল্প থেকে রপ্তানি আয় দাড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন ডলার। ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার আয় করা আমাদের লক্ষ্য।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম ছায়াদত হোসেন বকুল, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিউর রহমান শফিক, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হুমায়ুন কবীর, রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এবং রংপুরের পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ বিপিএম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা পর্যায়ে হাই-টেক পার্ক স্থাপন (১২জেলা) প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *