ফ্রান্সের স্যাটেলাইট কারখানা স্থাপনের প্রস্তাব

প্রবাস সর্বশেষ

বাংলাদেশে স্যাটেলাইট কারখানা নির্মাণে আগ্রহী ফ্রান্স। এ নিয়ে প্রস্তাব দিয়েছে দেশটি। বিষয়টি বিবেচনা করছে ঢাকা। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির জাকার্তা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ১১ সেপ্টেম্বর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সফরে স্যাটেলাইট কারখানা স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনার কথা শোনা যাচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ফ্রান্সের প্রযুক্তি ভালো। তারা স্যাটেলাইট কারখানা নির্মাণ করার প্রস্তাব করেছে। আমরা এটা বিবেচনা করছি। তবে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। গত বছর আমরা যখন ফ্রান্সে গিয়েছিলাম, তখন তারা প্রস্তাবটা দিয়েছিল। আমরা এটি বিচার বিশ্লেষণ করে দেখছি। আমি মনে করছি, বিষয়টিকে আমরা স্বাগত জানাতে পারি।

ফ্রান্স থেকে বাংলাদেশ ১০টি এয়ারবাস কিনতে চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কিছু বিমান বিক্রি করতে চায়। আমরা রাজি হয়েছি। আমরা দশটি এয়ারবাস কিনব। এর মধ্যে দুটো হচ্ছে কার্গো বিমান। আমরা দুটো চাচ্ছি, বোয়িং ও এয়ার। মাঝখানে ডলার সংকটের কারণে কেনার প্রক্রিয়া দেরি হয়েছে।

ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে শেষে ঢাকা সফরে আসবেন ম্যাক্রোঁ। ১৯৯০ সালের পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের ঢাকা সফর হতে যাচ্ছে এটি। ঢাকা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *