বাংলাদেশ থেকেই পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে

আন্তর্জাতিক

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি লাগাম ছাড়িয়েছে। মশাবাহিত এই রোগ কপালে চিন্তার ভাঁজ ফেলছে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলাও। আর এরই মাঝে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বাংলাদেশ থেকেই পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু।

পশ্চিবঙ্গের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গের ডেঙ্গু ঠেকাতে সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেয়া হচ্ছে।

বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গে এলে সীমান্তেই ডেঙ্গু পরীক্ষা করানোর পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে এখানে ডেঙ্গু ছড়াচ্ছে। এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়? কাউকে তো ঢুকতে বারণ করতে পারি না।’

কয়েকদিন আগেই কলকাতা পুরসভা আবেদন জানিয়েছিল, যাতে বাংলাদেশ থেকে আগততে বাধ্যতামূলক ভাবে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। এই মর্মে রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল কলকাতা পুরসভা। আর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গেল সেই একই সুর।

পুরসভার দাবি ছিল, কেন্দ্রের সঙ্গে এই নিয়ে কথা বলুক কেন্দ্র। আর গতকাল মমতার বক্তব্যের পর সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে।

উল্লেখ্য, রাজ্যে গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষ করে কলকাতা ও লাগোয়া উত্তর ২৪ পরগনার ঘনবসতিপূর্ণ এলাকায় মশা বাহিত রোগের দাপট বেড়েছে।

সূত্র-হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *