ভুয়া খবরের বিষয়ে এবার মুখ খুললেন অভিষেকের স্ত্রী

অপরাধ বিনোদন

টালিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জির মৃত্যুর পর, তার পরিবার আর্থিক সংকটে পড়েছেন। প্রয়াত অভিনেতার পরিবারের সাহায্যে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন তারকা। তবে এসব খবর ভুয়া বলে জানিয়েছেন শোকে বিহ্বল অভিষেকের স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি।

বুধবার দুপুরে বিষয়টি নিয়ে অভিষেকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। খবর জিনিউজের।

সংযুক্তা চ্যাটার্জি লেখেন, ‘এই কঠিন সময়ে সাইনা (মেয়ে) ও আমাকে একটু পার্সোনাল স্পেস দিন। এ শোকে আমাদের একটু একা থাকতে দিন।’

তিনি বলেন, ‘বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে গুজব রটেছে, দয়া করে তা বিশ্বাস করবেন না। অভিষেক অসাধারণ একজন মানুষ ছিলেন। সে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করেই গেছে। তার কাছে পরিবারই সব ছিল। অভিষেকের অবর্তমানে আমাদের যাতে কোনো কষ্ট না হয়, সেই বিষয়টি সে নিশ্চিত করে গেছে।’

সংযুক্তা আরও লেখেন, ‘অভিষেকের কঠোর নীতিবোধ ছিল। সে জীবনে কখনও কারও কাছে হাত পেতে সাহায্য চায়নি। এ মুহূর্তে তার সেই নীতিগুলোকে মর্যাদা জানানো উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেও আর্থিকভাবে স্বাবলম্বী। বর্তমানে আমি যুক্তরাজ্যভিত্তিক একটি ফিনটেস সংস্থায় কর্মরত আছি। আর তাই অভিষেকের পরিবারের কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। তার কোনো সাবেক  সহকর্মীও সাহায্যের প্রস্তাব নিয়ে আসেননি। এসবই মিথ্যা খবর। অভিষেকের চরিত্রে কখনও দাগ লাগেনি। এ ধরনের খবরে তার আত্মা কষ্ট পাবে। দয়া করে, আমরা অভিষেককে একজন অসাধারণ মানুষ হিসেবে মনে রাখি। আমরা যাতে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারি, তার জন্য আপনাদের কাছে এই একটাই অনুরোধ। ট্রেন্ডিং গুজব থেকে দূরে থাকুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *