র‍্যাবের হাতে আটক নারীর মৃত্যু, মামলার বিষয়ে জানতে চাইলেন হাইকোর্ট

অপরাধ দুর্নীতি দমন

নওগাঁয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে আটকের পর সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে ১৫ মিনিটের মধ্যে তা আদালতকে জানাতে বলা হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদকে এ বিষয়ে নির্দেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ।

সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় প্রকাশিত প্রতিবেদন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক উত্থাপন করলে হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। মনোজ কুমার ভৌমিক আদালতকে বলেন, সুলতানা জেসমিনকে র‍্যাব সদস্যরা তুলে নেয়ার ৩১ ঘণ্টা পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *