শিল্পী সমিতির নির্বাচন: বন্ধ হচ্ছে বহিরাগতদের আনাগোনা

অপরাধ বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটকের দু’পাশে একসময় জটলা লেগেই থাকত। দর্শনার্থীদের সরাতে নিরাপত্তাকর্মীরা ছিলেন তৎপর। চিরচেনা সেই দৃশ্য এখন যেন উধাও! ছবি নির্মাণ কমে গেছে। যে জন্য চলচ্চিত্রের সূতিকাগারে শিল্পীদের আনাগোনা নেই বললেই চলে। বেশির ভাগ ছবির শুটিং হচ্ছে আউটডোরে। যে কোনো উৎসব আয়োজনের সময় এফডিসির ভেতরে শিল্পীদের সমাগম বেড়ে যায়। আসছে ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কারণে এখন উৎসবমুখর বিএফডিসি। প্রতিদিনই শিল্পীদের ভিড়বাট্টা থাকছে। আর এ সুযোগটিই নিতে চাইছে বহিরাগতরা। তারা এফডিসির অভ্যন্তরে প্রবেশ করছে। অনেক সময় নির্বাচনের প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের হাতে আক্রমণের শিকারও হচ্ছেন তারকা শিল্পীরা। গেল চারটি নির্বাচনে শাকিব খান, মৌসুমীসহ আরও কয়েকজন তারকার ওপর হামলার ঘটনা ঘটেছে। সবশেষ এবারের নির্বাচনে ‘বহিরাগত’ কর্তৃক লাঞ্ছিত হয়েছেন বলে দাবি করেছেন চিত্রনায়ক ইমন। এ ঘটনায় শিল্পীরা প্রতিবাদের ঝড় তুলেছিলেন।

তবে আশার কথা হচ্ছে, নির্বাচনকে ঘিরে বন্ধ হচ্ছে বহিরাগতদের আনাগোনা। দেশজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। এ অবস্থায় শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। বিএফডিসিতে এক বৈঠকে বিশেষ ব্যবস্থায় নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। গত ২৩ জানুয়ারি বিএফডিসি কর্তৃপক্ষ জরুরি বৈঠক করেছে। এ সময় বৈঠকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন, আপিল বিভাগের সদস্যসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। নির্বাচনের দিন বহিরাগত ঠেকাতে ও জনসমাগম এড়াতে দুটি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চলচ্চিত্র-সংশ্নিষ্ট সংগঠনের সদস্যরা নির্বাচনের দিন নিজের কার্ড দেখিয়ে এফডিসিতে প্রবেশ করতে পারবেন। আর সংবাদমাধ্যমের একটি তালিকা এফডিসি গেটে থাকবে। সংবাদকর্মীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

চলতি মাসের মাঝামাঝি এফডিসিতে বহিরাগত প্রবেশের বিষয়টি নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানিয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান। তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে শত শত বহিরাগত মানুষ এফডিসিতে আসছে। তাদের আনাগোনায় শিল্পীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের প্যানেলের দু’জন সিনিয়র শিল্পী সুচরিতা ও অঞ্জনা আপা এফডিসিতে আসতে গিয়ে বহিরাগতদের ভিড় শুনে রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে চলে গেছেন। বহিরাগতদের জন্য শিল্পীদের এফডিসিতে হাঁটতেই কষ্ট হচ্ছে।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘বিএফডিসি কেপিআইভুক্ত এরিয়া হওয়ায় নির্বাচনের দিন প্রশাসন বিশেষ মনিটরিং করবে। নির্বাচনে ইউটিউবার ও বহিরাগত ঠেকাতে তথ্য মন্ত্রণালয়ের স্বীকৃত গণমাধ্যমের একটি তালিকা এফডিসি গেটে টানানো হবে। এ ছাড়া চলচ্চিত্র-সংশ্নিষ্ট সংগঠনের সদস্যরা নির্বাচনের দিন তাদের কার্ড সঙ্গে রাখবেন। এর বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ছাড়া করোনার জন্য যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল, নির্বাচনের দিন সেগুলো জারি থাকবে।’ 

প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেন, ‘করোনা সংক্রমণ ও শিল্পী সমিতির ভোটের কথা বিবেচনা করে গত শনিবার থেকেই এফডিসিতে অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল রাত ৮টা পর্যন্ত এফডিসিতে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেলকেই জানিয়ে দেওয়া হয়েছে, এ দিন কোথাও বসে আড্ডা বা খাওয়া-দাওয়া করা যাবে না। এ জন্য নির্বাচনের দিন এফডিসি প্রাঙ্গণে থাকবে না কোনো চেয়ার-টেবিল।’

এদিকে সম্প্রতি এফডিসিতে বহিরাগতের প্রবেশ ঠেকাতে এফডিসিতে এসে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের [ডিবি] যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ। তিনি বলেছেন, এফডিসিতে কোনো বাইরের মাস্তান ঢুকতে পারবে না। ১৮ জানুয়ারি এফডিসিতে এসে সার্বিক দিক পর্যবেক্ষণ করে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘নির্বাচনে দুই পক্ষের অভিযোগ ছিল, এখানে এসে বহিরাগতরা মহড়া দিচ্ছে, মাস্তানির চেষ্টা চালাচ্ছে। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে কেউ কেউ। নির্বাচন কমিশনের সঙ্গে আমার আলাপ হয়েছে। বহিরাগতদের ঠেকাতে প্রশাসন সহায়তা করবে বলে তাদের আশ্বস্ত করেছি।’

এ ছাড়া শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, সবই প্রশাসনের তরফ থেকে করা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে গত দুই মেয়াদের মতো এবারও মিশা-জায়েদ প্যানেল দিয়েছেন। অন্যদিকে প্রথমবার ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল ভোটে অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *