পিটিয়ে খুন করা হয় লন্ডনপ্রবাসী শিক্ষিকাকে

আন্তর্জাতিক জাতীয় জীবনযাপন ডিজিটাল বাংলাদেশ প্রবাস সর্বশেষ

লন্ডনে খুন হওয়া লন্ডনপ্রবাসী ​শিক্ষিকা সাবিনা নেসাকে দুই ফুট লম্বা একটি অস্ত্র দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের সময়ের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি পুলিশ জানতে পেরেছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার আলবেনীয় নাগরিক কচি সেলামাজের (৩৬) বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।

কচি সেলামাজকে রোববার গ্রেপ্তার করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কচি আগে ডোমিনোজের ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, সাসেক্সের ইস্টবোর্নের বাসিন্দা কচির এর আগে কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল না। ইস্টবোর্নের একটি ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে বাস করতেন কচি। তবে সম্প্রতি তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হত্যাকাণ্ডের দিন (১৭ সেপ্টেম্বর) সাবিনার বাড়ি থেকে অল্প দূরত্বের একটি পার্কে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করছিলেন কচি।

গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় খুন হন সাবিনা নেসা।

সাবিনা নেসা দক্ষিণ লন্ডনের একটি স্কুলের শিক্ষক ছিলেন। ২৮ বছর বয়সী এই নারী পড়াশোনা করেছেন গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ে। তার স্কুলের প্রধান শিক্ষক সাবিনা নেসাকে একজন ‘মেধাবী, দয়ালু ও নিবেদিতপ্রাণ’ শিক্ষক বলে বর্ণনা করেছেন।

সাবিনা নেসার পৈতৃক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের একটি ছোট্ট শহরে স্যান্ডিতে থাকেন তার পরিবার। বাবা আবদুর রউফ কাজ করেন স্যান্ডির একটি রেস্টুরেন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *