বাংলাদেশ-জাপান সম্পর্ক ,আসছে ৫০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা

অর্থনীতি আন্তর্জাতিক

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। দিনটি উদযাপন উপলক্ষে ৫০ টাকা অভিহিত মূল্যের স্মারক রৌপ্য মুদ্রা নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক ও জাপান মিন্ট। স্মারক বাক্সসহ যা কেনা যাবে পাঁচ হাজার টাকায়। মুদ্রাটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস, মিরপুরে বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর ও জাপানের জাপান মিন্ট থেকে বিক্রি করা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্মারক রৌপ্য মুদ্রা ৩৫ মিলিমিটার ব্যাসবিশিষ্ট, গোলাকার ও ০.৯২৫ ফাইন সিলভারে তৈরি। এর ওজন ২০ গ্রাম। সম্মুখভাগে ‘বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি’ লেখা থাকবে। ওপরে ডালসহ জাপানের জাতীয় ফুল চেরি এবং লোগোর নিচে পানিতে ভাসমান কলিসহ বাংলাদেশের জাতীয় ফুল শাপলা কালার প্রিন্ট প্রযুক্তিতে মুদ্রণ করা হয়েছে। এ ছাড়া সম্মুখভাগে লোগোর বাঁ দিকে ওপরে ইংরেজিতে ৫০ টাকা মুদ্রিত আছে। পেছন ভাগে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, স্মৃতিসৌধের উপরিভাগে বৃত্তাকারভাবে ‘বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি’, বাংলা ও ইংরেজিতে ‘বাংলাদেশ ব্যাংক’ এবং স্মৃতিসৌধের নিচে ১৯৭২-২০২২ মুদ্রিত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *