সস্ত্রীক করোনায় আক্রান্ত এরদোয়ান

আন্তর্জাতিক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন এরদোয়ান নিজেই।

তুরস্কের ৬৭ বছর বয়সী প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, হালকা উপসর্গ অনুভব করছিলাম। পরীক্ষার পর আমার ও স্ত্রীর করোনা পজিটিভ এসেছে। সৌভাগ্যক্রমে আমাদের মৃদু সংক্রমণ হয়েছে এবং এটা ওমিক্রন ধরন বলে জেনেছি। খবর সিএনএনের।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর তুরস্কে ভাইরাসটিতে মৃত্যু বেড়েছে এবং গেল জানুয়ারিতে ওমিক্রন দেশটিতে ব্যাপক সংক্রমণ ছড়িয়েছে। এদিকে মঙ্গলবারও দেশটিতে এক লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা সরকারি হিসাবে নতুন রেকর্ড।

উল্লেখ্য, দেশটির ৬১ শতাংশেরও বেশি মানুষ টিকার দুই ডোজ নিয়েছেন। সরকার নাগরিকদের বুস্টার ডোজ নিতে আহ্বান জানিয়েছে। বিদেশে তৈরি টিকা ছাড়াও দেশটি জনসাধারণকে স্থানীয়ভাবে তৈরি টিকা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *